kalerkantho


সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গাঙ্গুয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৭:১৪সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গাঙ্গুয়া

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৫ অক্টোবর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া। সেখান থেকে চিকিৎসা শেষে গাঙ্গুয়াকে আগারগাঁওরের নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে হাসপাতাল ছেড়েছেন গাঙ্গুয়া। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ওমর সানি।

সানি বলেন, গাঙ্গুয়া হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন গত সপ্তাহে। তার পরিবারের সঙ্গে আমার আলাপ হয়েছে। গাঙ্গুয়া এখন বিপদ মুক্ত। বর্তমানে বিশ্রামে আছে।

পারভেজ গাঙ্গুয়ার মেয়ে ওইদিন ফেসবুকে তাঁর বাবার পক্ষে দোয়া চেয়ে লিখেছেন, আমি পারভেজ গাঙ্গুয়ার মেয়ে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি।  আমার আব্বু হসপিটালে এডমিট এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে।  প্লিজ প্রে ফর হিম।

উল্লেখ্য, অভিনেতা গাঙ্গুয়া বেশ কিছুদিন যাবত হার্টের অসুখে ভুগছিলেন। তার ডায়াবেটিসও আছে। হঠাৎ রক্তে সুগার কমে গিয়েছিল। সে কারণেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।  
 


মন্তব্য