kalerkantho


এবার নির্মিত হচ্ছে প্রিয়তির বায়োপিক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ০৯:৩০এবার নির্মিত হচ্ছে প্রিয়তির বায়োপিক

'মিস আয়ারল্যান্ড' খেতাবজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তির বায়োপিক নির্মাণের খবর পাওয়া গেছে। জানা গেছে, দুজন আইরিশ পরিচালক রবি ওয়ালশ এবং কিরন ডেভিস এই বায়োপিক নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের এইচএমএল ম্যাগাজিনে প্রিয়তির আত্মজীবনী প্রকাশিত হয়। সেই জীবনী থেকেই তৈরি করা হচ্ছে চিত্রনাট্য। চিত্রনাট্য লিখছেন প্রিয়তি নিজেই। এমনকী ৩০ মিনিট দৈর্ঘ্যের সেই বায়োপিকে তিনি নিজেও অভিনয় করছেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই শুটিং শুরু হবে।

উল্লেখ্য, পেশায় বৈমানিক মাকসুদা আকতার প্রিয়তি প্রায় দেড় দশক ধরে আয়ারল্যান্ড প্রবাসী। দুই বছর আগে তিনি 'মিস আয়ারল্যান্ড' খেতাব অর্জন করেন।


মন্তব্য