kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


আমার কারো সাথে প্রেম নেই : ভাবনা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৬ ০৯:৪৪আমার কারো সাথে প্রেম নেই : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কারো সাথে প্রেম করছেন না। একদম খোলাখুলি জানিয়েছেন বিষয়টি।

গতকাল সোশাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ভক্তদের সন্দেহ দূর করেন তিনি। কিছুদিন আগে ভাবনার প্রেম এমনকী বিয়ের খবরও প্রকাশ হয়। কিন্তু সেসবকে পাত্তা দেননি তিনি। ফেসবুকে ভাবনা লিখেছেন, আমার সাথে কারো প্রেমের সম্পর্ক নেই। তাই কেউ আমাকে নিয়ে সংশয়ে থাকবেন না। হ্যাঁ, মিডিয়ায় কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন। তার মানে এই নয়, আমি প্রেম করছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমি সিঙ্গেল।

এর আগে এক সাক্ষাৎকারে ভাবনা তার সম্পর্কে বলেছিলেন, ব্যক্তি জীবনটা নিজের মধ্যেই রাখতে চান তিনি। এ নিয়ে মিডিয়ায় আলোচনা হোক তা চান না। এদিকে বর্তমানে ভাবনা তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'ভয়ঙ্কর সুন্দর' এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। এ ছবিতে ভাবনার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত।   


মন্তব্য