তাঁর প্রথম ছবি ‘মির্জা’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। কিন্তু এত সহজে কি হাল ছাড়লে চলে? আর তাই প্রথম ছবির খারাপ পারফরম্যান্স ভুলে নতুন উদ্যোগে কাজ শুরু করতে চান অনিল-পুত্র। আর এবার রীতিমতো বাবার কাঁধে কাঁধ মিলিয়ে বলিউড মাতানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। কোনো সরকারি ঘোষণা না থাকলেও, শোনা যাচ্ছে অনিল কাপুরের বিখ্যাত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র সিক্যুয়েলে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে তাঁরই পুত্র হর্ষবর্ধনকে।
গত কয়েকদিন আগেই ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির পরিচালক বনি কাপুর জানিয়ে দিয়েছিলেন বলিউড সুপার হিট ছবিটির একটি সিক্যুয়েল তৈরির কথা তিনি ভাবছেন। আর এই ঘোষণার পর থেকেই যে প্রশ্ন সকলের মধ্যে ঘোরাফেরা করছে, তা হল, কাকে দেখা যাবে ‘মিস্টার ইন্ডিয়ার’-র চরিত্রে।
শোনা যাচ্ছে বনি কাপুরের এই স্কাই-ফাই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। পাশাপাশি, শোনা যাচ্ছে ছবিতে অনিল কাপুরও এবার অনস্ক্রিন হর্ষবর্ধনের বাবার চরিত্রে অভিনয় করবেন।
সূত্র: সংবাদ প্রতিদিন
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের