kalerkantho


অল্পের জন্য প্রাণে বাঁচলেন কঙ্গনা!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ২০:৩১অল্পের জন্য প্রাণে বাঁচলেন কঙ্গনা!

অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন বলিউডের হালের খ্যাতিমান নায়িকা কঙ্গনা রানাওয়াত। এমনিতেই সময়টা একদমই ভাল যাচ্ছিল না নায়িকার! বিভিন্ন বিতর্ক চালু আছে তাকে ঘিরে। এর মধ্যেই সড়ক দুর্ঘটনা!

জানা গেছে, হনসল মেহতার একটি ছবির শুটিংয়ে কঙ্গনা আমেরিকায় আছেন। জর্জিয়ার শুটিং স্পট থেকে আটলান্টার হোটেলে ফিরছিলেন তিনি। পথে তার গাড়ির চালকের হঠাৎ করেই শরীর খারাপ হয়। তিনি কাশতে থাকেন এবং শরীর ছেড়ে দেন। ফলে বেসামাল হয়ে পড়ে চলন্ত গাড়িটি!

চালকের পাশেই বসে ছিলেন কঙ্গনার দেহরক্ষী। তিনি স্টিয়ারিং ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। গাড়িটি ডান পাশে বেঁকে গিয়ে ধাক্কা খায় হাইওয়েতে। তবে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেও অক্ষত অবস্থায় নেই নায়িকা। তার শরীরের বিভিন্ন স্থানে বেশ জখম হয়েছে। অল্প আঘাতও পেয়েছেন তিনি।

তবে সেই আহত শরীর নিয়েই শুটিং চালিয়ে গিয়েছেন ভীষণ জেদি এই নায়িকা। তার বক্তব্য, আঘাত পেলেও নায়িকা হিসেবে বাড়তি কোনো সুবিধা তিনি নিতে চান না।


মন্তব্য