kalerkantho


নকল ঠোঁট তুলতে গিয়ে বিপাকে অভিনেত্রী! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ১৫:৫০নকল ঠোঁট তুলতে গিয়ে বিপাকে অভিনেত্রী! (ভিডিওসহ)

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের কত ধরনের মেকআপ নিতে হয় তার শেষ নেই। কিন্তু এই অভিনেত্রীর মেকআপটা একটু অন্যরকম- 'নকল ঠোঁট'! হ্যাঁ, অভিনয় করতে গিয়ে নকল ঠোঁট বা পাউট লিপ লাগিয়ে মহাবিপাকে পড়েছিলেন অভিনেত্রী এলভিনা ব্লেডান্স।

এই পদ্ধতিতে ঠোঁটে সিলকন ব্যবহার করে একটু ফোলানো হয়। এতে ঠোঁট আরও আকর্ষণীয় এবং যৌন আবেদনময় হয়ে উঠে। সম্প্রতি এভিলান তার টুইটার অ্যাকাউন্টে এই নকল ঠোঁটের ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এই নকল ঠোঁটটা খুলে রোজ খেতে হয়। মেকআপটা তুলতে গেলে বেশ কষ্ট হয়। যথারীতি এভিলানের এমন পোস্টের পর টুইটারে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ৪৭ বছরের এই অভিনেত্রীর সহকারী নকল ঠোঁট তুলে ফেলছেন। সেই নকল ঠোঁট এমনভাবে ঠোঁটের জায়গায় আটকে গেছে যে তুলতে গিয়ে এভিলান যন্ত্রণায় ছটফট করছেন।

এমন সিলিকন ঠোঁট ব্যবহার করে তাকে প্রতিদিন ১২ ঘণ্টা শুটিং করতে হয়। এভিলান টুইটারে তার ভক্তদের প্রশ্ন করেছেন, ''আপনাকে কী আমার মতো লাঞ্চের আগে ঠোঁট তুলে ফেলতে হয়?''

দেখুন সেই ভিডিও :


মন্তব্য