kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


আপনাকে চমকে দেবে লাইভ মার্ডার কিংবা রোমান্স! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ১৫:৩০আপনাকে চমকে দেবে লাইভ মার্ডার কিংবা রোমান্স! (ভিডিওসহ)

অফিস শেষে বাড়ি ফিরে পারিবারিক আবহে হয়ত কোনো পছন্দের চ্যানেল দেখছেন। কিন্তু হঠাৎই চেঁচিয়ে উঠলেন- এ কী! কাকে খুন করা হচ্ছে পর্দায়! চোখ রগড়ে দেখলেন না, চ্যানেল তো চেঞ্জ হয়নি।

তবে?

এই প্রশ্নের জবাব পেতে হলে দেখতে হবে বলিউড মুভি 'ওয়াজা তুম হো'। ছবিটিতে দর্শকদের এভাবেই শক দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক। প্রতিদিনের অপরাধজগতের চিত্র এভাবেই ফুটে উঠেছে বিশাল পান্ডের ছবিটিতে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে ছবিটির ভিন্নধর্মী রূপ ফুটে উঠেছে।

ছবিটিতে অনেকটা বোল্ড লুকে উপস্থিত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সানা খান। 'ওয়াজা তুম হো' তে আরও অভিনয় করেছেন শরমন যোশি, গুরমিত চৌধুরী, রজনীশ দুগ্গল প্রমুখ। ছবিটিতে ইরোটিসিজম, ক্রাইম, থ্রিলার সবকিছুরই স্বাদ পাবেন দর্শকরা। আগামী ২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

দেখুন ছবিটির ট্রেলার :


মন্তব্য