kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


রণবীরের কোলে ঐশ্বরিয়া!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:৪৫রণবীরের কোলে ঐশ্বরিয়া!

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজারেই কাত রণবীর কাপুর-ঐশ্বরিয়া রাইয়ের ভক্তমণ্ডলী। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি স্ক্রিনে পরিষ্কার, প্রায় অর্ধেক বয়সি রণবীরের পাশে অ্যাশকে বেমানান মনে হচ্ছে না মোটেই।

আর এবার এই দুই তারকার আর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। সম্ভবত কোনো ম্যাগাজিনের ফটোশ্যুটের এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে, রণবীরের কোলে হেলান দিয়ে!

এর মধ্যে জানা যাচ্ছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর তিনটি দৃশ্যে সেন্সরের কাঁচির কোপ পড়েছে। এগুলিতে নাকি ঐশ্বরিয়া-রণবীরের উষ্ণ দৃশ্য ছিল। এর মধ্যে সামনে এসেছে তাঁদের নতুন এই ফটোশ্যুট। এখন বচ্চন পরিবার তাদের ঘরের বৌয়ের এই ছবিতে কীরকম রিঅ্যাক্ট করে, সেটাই দেখার।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য