kalerkantho


বলিউডের সবচেয়ে বড় শত্রুতা তাঁদের মধ্যে!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১০:৩১বলিউডের সবচেয়ে বড় শত্রুতা তাঁদের মধ্যে!

 বড় আকারের বোমা ফাটালেন অভানেত্রী সোনম কাপুর। দীপিকা পাড়ুকোনের চেয়ে প্রিয়াঙ্কা চোপড়া অনেক ভালো অভিনেত্রী বলে মন্তব্য করেছেন সোনম। সম্প্রতি নেহা ধুপিয়ার একটি চ্যাট শো’এ এসে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। কিন্তু এ ধরনের মন্তব্য কেন করলেন সোনম? বলিউডের সবচেয়ে বড় শত্রুতা তাঁদের মধ্যে!

সোনম আর দীপিকার মধ্যে ঝগড়াটা অনেক দিনের। ‘ওম শান্তি ওম’ আর ‘সাওয়ারিয়া’ একসঙ্গে মুক্তি পাওয়ার সময় থেকেই দীপিকার সঙ্গে ঝগড়া সোনম কাপুরের। সকলেই তখন সোনমের চেয়ে দীপিকাকে দৌড়ে এগিয়ে রেখেছিলেন। যত তাড়াতাড়ি দীপিকা নিজেকে প্রমাণ করতে পেরেছেন, তত তাড়াতাড়ি সোনম ইন্ডাস্ট্রিতে জায়গা করতে পারেননি।'

তবে এই দুই নায়িকার আসল ঝামেলা অবশ্য রণবীর কপুরকে নিয়ে। সোনমের সঙ্গে রণবীরের ছোটবেলা থেকেই বন্ধুত্ব। যেটা প্রেমের দিকে এগোনোর সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু দীপিকা মাঝখানে এসে যাওয়ায় তাতে ছেদ পড়ে।

আর সেটা অনেকদিন গড়িয়ে গেলেও তাদের ঝামেলা এখনও মেটেনি। তাই সুযোগ পেয়েই দীপিকা পাড়ুকোনকে একহাত নিয়ে নিলেন সোনম কপুর।


মন্তব্য