kalerkantho


শাহরুখ খানের অপ্রকাশিত মিনি সিরিজ দেখানো হবে মুম্বাই ফিল্ম ফেস্টিভালে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ২০:১২শাহরুখ খানের অপ্রকাশিত মিনি সিরিজ দেখানো হবে মুম্বাই ফিল্ম ফেস্টিভালে

শাহরুখ খানের অপ্রকাশিত মিনি সিরিজ আহাম্মক দেখানো হবে মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভালে। সিরিজটি পরিচালনা করেছিলেন মণি কউল। ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন মিতা বশিষ্ঠ। সিনেমাটোগ্রাফার ছিলেন পীযূষ শাহ। সিরিজটি মোট ৪টি ভাগে বিভক্ত। ১৯৯১ সালে দুরদর্শনে প্রথম ভাগ দেখানো হয়েছিল। তারপর ১৯৯২ সালে নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় আহাম্মক। তবে এটি কখনও কমার্শিয়ালি রিলিজ করেনি।

১৮তম মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে দা নিউ মিডিয়াম বিভাগে দেখানো হবে আহাম্মক। শিল্পী সানিয়া আনন্দ বিভাগটি দেখাশোনা করছেন। বিষয়বস্তুও ঠিক করছেন তিনি। দা নিউ মিডিয়াম বিভাগটি উদ্বোধন হবে ডিজ়িগা ভারতোভের ১৯২৯-এর ক্লাসিক Man with the Movie Camera দিয়ে।

ফাইদুর দোস্তোভেস্কির উপন্যাস দা ইডিয়ট অবলম্বনে তৈরি হয়েছে আহাম্মক। মিনি সিরিজ়টি ব্যক টু ব্যাক দেখলে সময় লাগবে ৪ঘণ্টা।  এছাড়াও উৎসবে যেগুলি দেখানো হবে, তা হল উদয়শঙ্করের কল্পনা (১৯৪৮)। ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশন এটি রিস্টোর করেছে। এছাড়া দেখানো হবে লিস রোডেসের লাইট মিউজিক (১৯৭৫)। ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর চলবে এই চলচ্চিত্র উৎসব।


মন্তব্য