kalerkantho


নীল নীতিন-রুক্মিণীর এনগেজমেন্ট হয়ে গেল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১৯:৫৩নীল নীতিন-রুক্মিণীর এনগেজমেন্ট হয়ে গেল

বাগদান হয়ে গেল নীল নীতিন মুকেশের। মুম্বাইয়ের রুক্মিণী সাহায়ের সঙ্গে এনগেজমেন্ট সারেন তিনি। পরের বছর প্রথমদিকে তাঁরা গাঁটছড়া বাঁধবেন। মঙ্গলবার, জুহুর একটি হোটেলে এনগেজমেন্ট সারেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।

নীল আর রুক্মিণীর কোনও লাভস্টোরি নেই। পরিবারই তাঁদের বিয়ের কথা ঠিক করে। অনেক বছর ধরে দু’জনের পরিবার একে অপরকে চেনে। সেই সূত্রেই নীল ও রুক্মিণীর আলাপ। রুক্মিণী অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন।

নীলের বাবা নীতিন মুকেশ জানিয়েছেন, নিজের পাত্রী খোঁজার রিস্ক নিতে চাননি নীল। বিষয়টি তাঁদের উপরেই ছেড়ে দিয়েছিলেন। আর তাঁদের মনে হয়েছে নীলের জন্য রুক্মিণীর থেকে ভালো আর কেউ হয় না।  এনগেজমেন্টের দিন নীল একটি কালো শেরওয়ানি পরেছিলেন। রুক্মিণী গোলাপি ও নীল লেহেঙ্গায় সেজেছিলেন। মাথায় ছিল গজরা।


মন্তব্য