kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


সহ-অভিনেতাদের সাথে কখনো যৌন সম্পর্ক করিনি : সোনম

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১৯:৪৬সহ-অভিনেতাদের সাথে কখনো যৌন সম্পর্ক করিনি : সোনম

বয়স থেকে ফিগার, কখনই কোনও বিষয় নিয়ে রাখঢাক করেননি সোনম কাপুর। নেহা ধুপিয়া যখন বিতর্কিত প্রশ্ন করলেন, তখনও অকপটে জবাব দিলেন সোনম।

নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে গিয়েছিলেন সোনম। সেখানে তাঁকে নেহা তাঁকে যৌনজীবন নিয়ে প্রশ্ন করেন। সোনম প্রশ্নটি এড়িয়ে যাননি। বরং সরাসরি উত্তর দিয়েছেন। বলেছেন, তিনি কখনও তাঁর কো-স্টারদের সঙ্গে সেক্স করেননি।   আমি সিঙ্গল। আর কখনও কোনও কো-স্টারের সঙ্গে ডেট করিনি। কারোর সঙ্গে অত ঘনিষ্ঠও হইনি। কখনও সেক্স করিনি। তাই হয়তো ওদের সঙ্গে আমার এত ভালো সম্পর্ক। জানিয়েছেন সোনম।

তবে এখানেই থামেননি সোনম। সোনাক্ষী সিনহাকে তিনি একটি উপদেশ দিয়েছেন। বলেছেন, তিনি যেন খুব শিগগিরই তাঁর স্টাইলিশ পালটান। আলিয়া ভাটকে “ভার্জিনাল” বলেন তিনি।

 


মন্তব্য