kalerkantho


'জন্ম না নিলে জানাই হতো না এত মানুষ আমাকে ভালোবাসে'

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ১৫:২৯'জন্ম না নিলে জানাই হতো না এত মানুষ আমাকে ভালোবাসে'

গতকাল ১২ অক্টোবর ছিল অভিনেত্রী সোহানা সাবার জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছায় ভেসেছেন। ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা। গণমাধ্যমেও শুভেচ্ছাবার্তার খবর এসেছে। সোশাল মিডিয়ায় ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। সেই শুভেচ্ছার উত্তরে আজ ফেসবুক প্রোফাইলে সাবা লিখেছেন, 'কি অদ্ভুত ‼️ না জন্ম নিলে জানাই হতো না এত মানুষ আমাকে ভালোবাসে।'

সোশাল মিডিয়া ফেসবুকে ভক্তদের শুভেচ্ছার কথা উল্লেখ করে সাবা লিখেছেন, 'রীতিমতো জন্মদিনের শুভেচ্ছায় ভেসে গেল আমার ইনবক্স।' শুভেচ্ছার প্রতিউত্তরে লিখেছেন, 'সবাইকে রিপ্লাই করতে পারছি না.. নিজগুণে ক্ষমা করে দেবেন।'

সম্প্রতি সাবা কলকাতার অয়ন চক্রবর্তীর 'ষড়রিপু' চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন। ছবিটি ভারতের সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।


মন্তব্য