kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


টুইট করে ফ্যানদের বোকা বানালেন শাহরুখ খান

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ২৩:১৭টুইট করে ফ্যানদের বোকা বানালেন শাহরুখ খান

কটু আধটু নয়। রীতিমতো টুইট করে কিং খান জানিয়ে দিলেন ‘দ্য রিং’-এর প্রথম লুক নাকি মুক্তি পেয়েছে। সেই মতো ছবিও প্রকাশ করলেন তিনি। জানালেন, ইমতিয়াজ আলির পরিচালিত ছবি ‘দ্য রিং’ কোনও প্রেম কাহিনী নয়। ছবিটি কোনও ভূতের গল্পও নয়। ছবিটা নাকি নিনজাদের নিয়ে তৈরি। নিনজা হলো ছদ্মবেশী যোদ্ধা। আর তাঁদের নিয়েই আসছে নতুন ছবি।

এসআরকে’র এই টুইট দেখেই রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই প্রচার করতে শুরু করেন যে শাহরুখ-আনুষ্কার আগামী ছবি ‘দ্য রিং’-এর প্রথম ছবি মুক্তি পেয়েছে।

কিন্তু এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলার পরেই বাধ্য হয়ে সত্যি কথা জানালেন শাহরুখ খান। জানালেন, তিনি দর্শকদের সঙ্গে আসলে মজা করছিলেন। ‘দ্য রিং’-এর শুটিংয়ের জন্য তাঁরা বুদাপেস্টে ছিলেন। সেখানেই চরম ঠাণ্ডায় প্রায় জমে গিয়েছিলেন শাহরুখ-আনুষ্কা। আর তাই আপাদমস্তক নিজেদের ঢেকে একটি ছবি পোস্ট করেছিলেন টুইটারে।  

আর সেই ছবির ক্যাপশনেই মজা করে লিখেছিলেন সেটিই নাকি তাঁদের আগামী ছবির প্রথম লুক!
সূত্র-সংবাদ প্রতিদিন


মন্তব্য