kalerkantho


শাদি ডট কমে তাপসী পান্নু

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ২২:২৪শাদি ডট কমে তাপসী পান্নু

আজ নয়। শাদি ডট কমে তাপসী পান্নু আছেন অনেকদিন থেকেই। তবে এটি কোনও বিয়ের ওয়েবসাইট নয়। তাপসীর পরের ছবির নাম শাদি ডট কম।

পিঙ্কের পর তাপসীর পরের ছবি এটিই। তবে পিঙ্কের আগেই শাদি ডট কমের শুটিং সেরে ফেলেছেন তাপসী। এমনকী ছবির শুটিং হয়ে যায় বেবি ছবি শুটেরও আগে। কিন্তু কোনও কারণে এতদিন আটকে ছিল ছবিটি।

শাদি ডট কমে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করেছেন অমিত সাধ। ছবিটি পরিচালনা করেছেন অমিত রায়। পরের বছর জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এটিরও প্রযোজক সুজিত সরকার। ছবিটি একটি রোম্যান্টিক কমেডি। পঞ্জাবের অমৃতসরে ছবিটি শুট হয়েছে।

তাপসী পান্নু অভিনীত পিঙ্ক ছবিটিও প্রযোজনা করেছেন সুজিত সরকার। ছবিতে অভিনয় করেছেন কৃতি কুলহাড়ি, অ্যান্ড্রিয়া ও অঙ্গদ বেদি। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

 


মন্তব্য