kalerkantho


প্রাণে বাঁচলেন ব্রিটনি স্পিয়ার্স

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ১৯:০৫প্রাণে বাঁচলেন ব্রিটনি স্পিয়ার্স

নানা কারণে পপ -তারকা ব্রিটনি স্পিয়ার্স এখন খবরে৷ তারমধ্যে নিজেই তিনি একটি 'স্কুপ ' দিলেন৷ বিবিসি রেডিওতে সাক্ষাত্কার দেওয়ার সময় জানিয়েছেন , এই মাসের গোড়ায় তিনি নাকি পানিতে ডুবে মারাই যাচ্ছিলেন৷ কিন্ত্ত কপাল -জোরে প্রাণে বেঁচে যান৷ ঘটনাটি হলো , হাওয়াই দ্বীপের সৈকতে তিনি সাঁতার কাটছিলেন৷ সে -সময় ছয়ফুট লম্বা ঢেউ নাকি তাঁকে টেনে নেয়৷

আশেপাশে তাঁর দেহরক্ষীরাও ছিলেন৷ কিন্ত্ত বিপদের সময় দেহরক্ষীদের দেখতেও পাননি৷ পরে এই ঘটনার বর্ণনা দেন তিনি৷ ব্রিটনির বক্তব্য , অভিজ্ঞতাটা স্মরণীয়৷


মন্তব্য