kalerkantho


শহীদ-আফরোজার ১৪ বছরের ভালোবাসার সংসার

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ১৭:৩৪শহীদ-আফরোজার ১৪ বছরের ভালোবাসার সংসার

আফরোজাকে বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী শহীদ। সেটা অনেক দিন আগের ঘটনা।  কিন্তু দেখতে দেখতে সেটা ১৪ বছর অতিক্রম করে গেল।  এখনো তাঁদের দাম্পত্য জীবন যেন সেই আগের মতোই ভালোবাসায় মিশে রয়েছে।  ২০০২ সালের  ১১ অক্টোবর শহীদ ও অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  চট্টগ্রামের মেয়ে আফরোজা ও শহীদের সংসারে জন্ম নেয় দুই পুত্র। এখন তাঁদের স্বপ্ন দুইপুত্রকে ঘিরেই।  একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি সৈয়দ শহীদ একজন জনপ্রিয় গায়ক। তাঁর ব্যান্ডদল দূরবীণ এদেশের তরুণ সমাজের নিকটও বেশ জনপ্রিয়।  'এক জীবনে এতো প্রেম' গান ব্যাপক জনপ্রিয় হয়।  এখনো সংসার, ব্যবসা ও সঙ্গীত একইসাথে সমান তালে সামলাচ্ছেন।

শোবিজ অঙ্গনে যেখানে একটি সংসার বছর না ঘুরতেই সমস্যার ঘুর্ণিপাকে পড়ে যায় সেখানে শহীদ-আফরোজার সংসার জীবন আদর্শই বলা যায়।  শহীদ সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, 'তার সাথে ১৪ বছর... আমি তাকে যত কষ্ট দেই ... সে তত বেশী ভালবাসে।এই দিনে সে আমার ঘরে আসে....'

  


মন্তব্য