kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


৩০ বছর আগের মিশা সওদাগর

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ১৯:৩২৩০ বছর আগের মিশা সওদাগর

মিশা সওদাগর নিজের ফেসবুক টাইমলাইনে একটি ছবি প্রকাশ করেছেন। যেটা তোলা হয়েছিল আজ থেকে ৩০ বছর আগে। তরুণ মিশাকে দেখতে কেমন লাগতো তখন? ছবির ক্যাপশন হিসেবে লিখেছেন, 'ব্যাপারটা এরকম ছিল আজ থেকে ৩০ বছর আগে বিএফডিসিতে। ' তখন তরুণ মিশার কাজ ছিল মূল ভিলেনের আদেশে ভয়ঙ্কর হাসি দিয়ে নায়িকাকে তুলে আনা। সেই মিশা এখন প্রধান খল চরিত্রে ঢাকাই ছবিতে একক আধিপত্য ধরে রেখেছেন।    

সম্প্রতি  নতুন লুকে পর্দায়  দেখা যাবে খল অভিনেতা মিশা সওদাগরকে।   চরিত্রের প্রয়োজনে মিশা নিজের মাথার চুল কেটে ফেলেছেন।   একজন ভয়ংকর ভিলেন চরিত্রে নিজেকে উপস্থাপন করতেই এই লুক। আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে মিশার নতুন লুক এখন আলোচনায়।   অপারেশন অগ্নিপথ’ছবিতে মিশার চরিত্রের নাম জুলফিকার মির্জা। যে একজন বড় সন্ত্রাসী।

কিছুদিন আগে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রথম লটের শুটিং শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এ অভিনেতা। সেখানে বিভিন্ন লোকেশনে ছবির কয়েকটি দৃশ্যের শুটিং করা হয়েছে।


মন্তব্য