kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


অক্ষয়ের নায়িকা সুযোগ পেলেন হলিউডে

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ১৯:০৮অক্ষয়ের নায়িকা সুযোগ পেলেন হলিউডে

হলিউড ছবি পকেটস্থ করলেন শিবায়ের অভিনেত্রী এরিকা কার। শোনা গেছে, শিবায়ের জন্যই হলিউডের ছবিতে সুযোগ পেয়েছেন এরিকা।

  হলিউড ছবিটি পাওয়ার পর এরিকা অজয় দেবগনকে ধন্যবাদ দিয়েছেন। শোনা গেছে, পশ্চিমে ছবির সঙ্গে অনেকে শিবায় দেখেছেন। সেখানে  এরিকার পারফর্ম্যান্স তাঁদের পছন্দ হয়েছে। শিবায় দেখার পরই এক হলিউড চলচ্চিত্র নির্মাতা এরিকাকে ছবির অফার দিয়েছেন। এরিকা নাকি চুক্তিতে সই করে ফেলেছেন। খুব শিগগিরই শুরু হয়ে গেছে ছবির শুটিং।

শিবায় দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছে এরিকার। এর আগে তিনি টেলিভিশন সিরিজ অভিনয় করেছেন। দা পাসিং বেলস মিনি সিরিজ়ে দেখা গেছে তাঁকে। ফিচার ফিল্মে তিনি সেভাবে অভিনয় করেননি। তাঁর প্রথম ফিচার ফিল্ম শিবায়। তারপরই তিনি হলিউডে ডাক পেলেন।

এই দিওয়ালিতে মুক্তি পাবে শিবায়। ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করছেন পোলিশ অভিনেত্রী এরিকা কার। ছবিতে তাঁদের একটি লিপলক সিনও আছে। ছবিতে অজয় ও এরিকা ছাড়াও অভিনয় করেছেন সায়শা সেহগাল।

 


মন্তব্য