kalerkantho


এক নজরে বলিউডের 'হট' শিক্ষিকারা

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ১৭:৩৬এক নজরে বলিউডের 'হট' শিক্ষিকারা

বলিউডের সেই সব শিক্ষকদের কথা বলব, যাঁরা অনস্ক্রিনে শিক্ষকতা করেছেন। তবে, একটু অন্য রকমভাবে। আর অনস্ক্রিনে সেই সমস্ত শিক্ষকদের দেখে, পড়ুয়াদের মন গলেছে। তবে, তাঁদের শিক্ষকতা কিন্তু রূপালি পর্দাতেই সীমাবদ্ধ।

যেমন মনে আছে, ‘ম্যায় হু না’-তে সুস্মিতা সেনের কথা। যাঁকে দেখে শাহরুখের মন উথালপাথাল করেছিল।

ডার্টি পিকচারের বিদ্যা বালানের কথাও মনে আছে নিশ্চই। যাঁকে স্কুলে দেখে পড়ুয়াদের মন কেমন করে উঠেছিল।

দেশি বয়েজ-এ চিত্রাঙ্গদা সিং-এর কথাই মনে করুন।  যাঁকে দেখে ঝড় উঠেছিল।

মেরা নাম জোকার-সীমি গেরেওয়ালকে মনে করুন একবার।

কুরবান-এ কারিনা কাপুরের কথা মনে আছে। যাঁকে দেখে তোলপাড় হয়ে যেত পড়ুয়াদের হৃদয়।

পাঠশালা সিনেমার আয়েশা টাকিয়ার কথা মনে করুন একবার। মিষ্টি মুখের ‘হট’ টিচার।

শব্দ-তে রাই সুন্দরীর কথা মনে আছে। ওই সিনেমায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মোহিত হয়ে গিয়েছিল ঐশ্বরিয়ার রূপে।

কাভি আলবিদা না কেহেনা-তে রানি মুখার্জিকে মনে করুন একবার। কেমন ছিলেন তিনি।

 

 


মন্তব্য