kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


রইস থেকে মাহিরাকে বাদ দেওয়া হলো!

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ১৪:৩২রইস থেকে মাহিরাকে বাদ দেওয়া হলো!

রইস ছবি থেকে বাদ যাচ্ছেন মাহিরা খান। তাঁর জায়গায় ছবিতে দেখা যাবে কোনো ভারতীয় অভিনেত্রীকে।

ছবির নির্মাতারা তেমন সিদ্ধান্তই নিয়েছেন।

গতকাল রাতে নাকি নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, রীতেশ সিধওয়ানির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া খুব মুশকিল ছিল। মাহিরাকে রিপ্লেস করে অন্য হিরোইন আনলে কাজ করতে আরও কয়েক মাস সময় লাগবে। এদিকে জানুয়ারিতে ছবি রিলিজের কথা ঘোষণা হয়ে গেছে। কিন্তু উরি হামলার পর দেশজুড়ে পাকিস্তানি শিল্পীদের ব্যান করার যে কথা উঠেছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন রীতেশ।

রইস সহ প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। তাদের তরফ থেকে অবশ্য কোনো কথা জাননো হয়নি।

এর আগে অ্যায় দিল হ্যায় মুশকিল থেকে ফাওয়াদ খানের বাদ হওয়ার খবর সামনে এসেছে। ধোনির বায়োপিকে বিরাট কোহলির ভূমিকায় অভিনয় করেছিলেন ফাওয়াদ খান। ছবি থেকে কেটে দেওয়া হয়েছে সেই দৃশ্যটিও।


মন্তব্য