kalerkantho


এই বিতর্কিত ছবির প্রতি আগ্রহ কেন সোনমের?

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ১৪:২৫এই বিতর্কিত ছবির প্রতি আগ্রহ কেন সোনমের?

বলিউডে হোক ফিফটি শেডস অফ গ্রে। চান সোনম কাপুর। এর জন্য কাস্টও পছন্দ করে রেখেছেন তিনি। আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। সোনম জানিয়েছেন, "আমি ছবিটা দেখিনি। তবে বইটা পড়েছি। ওটা এত খারাপ যে খুব ভালো। আমার ভালো লেগেছে। চরিত্রগুলোও আমার খুব পছন্দের।" তারপরই তিনি জানান অ্যানাস্টেশিয়া স্টিলের জায়গায় যদি আলিয়া ভাট অভিনয় করেন আর ক্রিশ্চিয়ান গ্রের ভূমিকায় যদি সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেন, তাহলে খুব ভালো হয়।

তবে শুধু ফিফটি শেডস অফ গ্রে নয়। অনেক আন্তর্জাতিক ছবিতে তার পছন্দের কাস্টের কথা জানিয়েছেন সোনম। আমেরিকান ছবি কনফেশনস অফ আ শপাহলিক ছবিতে শপাহলিকের চরিত্রে তিনি নিজে অভিনয় করতে চান। কিন্তু তার মনে হয় চরিত্রটির সঙ্গে সদ্ব্যবহার করতে পারবেন কঙ্গনা রানাউত। রেবেকা ব্লুমউডের চরিত্রে কঙ্গনাকেই ভালো মানাবে।

দা ডেভিল ওয়্যারস প্রদা ছবিতে অ্যানি হ্যাথওয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরকে দেখতে চান সোনম। মেরিল স্ট্রিপের চরিত্রে তার পছন্দ শাবানা আজমি।

নেহা ধুপিয়ার টক শোতে এসে এসব কথা জানিয়েছেন সোনম কাপুর। এখন তিনি ভিরা দি ওয়েডিংয়ের কাজে ব্যস্ত। তাকে শেষ দেখা গেছে নীরজা ছবিতে।


মন্তব্য