kalerkantho


উষ্ণতার পারদ ক্রমশ চড়াচ্ছেন প্রিয়াঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ২০:৩৮উষ্ণতার পারদ ক্রমশ চড়াচ্ছেন প্রিয়াঙ্কা

কোয়ান্টিকোর প্রথম সিজনে শুধুমাত্র ট্রেলার দেখা গিয়েছিল হট ‘দেশি গার্ল’-এর। দ্বিতীয় সিজনে শুরু থেকেই প্রত্যাশার সঙ্গে সঙ্গে উষ্ণতার পারদও ক্রমশ চড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিকের সঙ্গে চরম অন্তরঙ্গ মুহূর্তই হোক, বা সিআইএ-এর প্রশিক্ষণের সময় অ্যালেক্স পারিশ হিসাবে কালো অন্তর্বাসে - সবেতেই চূড়ান্ত হট ‘পিগ্গি চপস’।
গত সিরিজে আমেরিকায় একটি সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত হয়ে ফেরার ছিলেন অ্যালেক্স পারিশ। সেই দায় থেকে মুক্ত হতে কী কী করেছেন তা সকলেই দেখেছেন। এই সিজনে আমেরিকার রাষ্ট্রপতি এবং সিআইএ-তে তাঁর সহকর্মীদের আরও একটি জঙ্গি হামলার হাত থেকে বাঁচাতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তবে গল্প ছেড়ে পির্য়াঙ্কার এমন হট অবতারে সকলেরই চোখ ছানাবড়া।


মন্তব্য