kalerkantho


এবার মুখ খুললেন পাক অভিনেত্রী মাহিরাও

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ১৯:৫৫এবার মুখ খুললেন পাক অভিনেত্রী মাহিরাও

আগেই ফাওয়াদ খান বলেছিলেন, এবার মুখ খুললেন পাকিস্তান অভিনেত্রী মাহিরা খান। ফেসবুক পোস্টে তিনি বললেন, শুধু উরি নয়, সারা পৃথিবী জুড়েই যেখানে, যেভাবে জঙ্গি আক্রমণ হয়ে থাকুক তা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তানের শিল্পী হিসেবে ভারত বা পাকিস্তানের যে কোনও ভূমিতেই জঙ্গি হামলার বিরুদ্ধে তিনি। যুদ্ধের রক্তাক্ত ভূমি আমার পছন্দ নয়। আমাদের সন্তানরা বড় হচ্ছে, কোন পৃথিবীতে তাদের ভবিষ্যৎ তৈরি করবে? তাঁদের জন্যই তো একটা শান্তির পৃথিবী তৈরি করা দরকার। 

তিনি বলেন, আমার ভরসা আছে ইশ্বরের ওপর, ভরসা আছে ধর্মের ওপরেও। সারা পৃথিবী থেকে আমার গুনমুগ্ধরা যেভাবে এই সময়ে আমাকে সমর্থন করেছেন, শুভ কামনা জানিয়েছেন, সেটা দেখে আমার ভাল লাগছে। তাঁদের জন্যই আমি আজ এত কথা লিখলাম। 

ডিসেম্বরে শাহরুখ খানের সঙ্গে মাহিরার অভিনীত ছবি রইস মুক্তি পাচ্ছে। উরি হামলার পরেই পাক শিল্পীদের দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের নব নির্মাণ সেনা জানিয়েছিল, যেভাবে হোক ছবির মুক্তি আটকাবেন তাঁরা। 


মন্তব্য