kalerkantho


জনির সুরে গাইলেন ঐশী

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ১৪:২১জনির সুরে গাইলেন ঐশী

ঐশী ফাতেমা তুজ জোহরা। সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণ কণ্ঠশিল্পী। কণ্ঠের দুইধারা ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। মেলোডি ও আধুনিকে যেমন তেমনই ভিন্নধারায় প্রবাহিত ঐশীর ফোক গানের কণ্ঠ। যেন এক নদীর দুই ভিন্নস্রোত। ঐশী এখন সংগীত সমালোচকদের নিকটও বেশ জনপ্রিয়। সম্প্রতি এই তরুণ সংগীতশিল্পী আরেক তরুণ গায়ক ও সুরকার জনি খানের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন মাহতাব হোসেন আর সংগীত আয়োজন করেছেন আল আমিন। মৌচাকের স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়।

জনি বলেন, ''ঐশীর গানের কণ্ঠ কেমন নতুন করে বলার কিছু নেই। ঐশী আধুনিক ও ফোক সবক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন। ও সামনে অনেকদূর যাবে। আমার ইচ্ছে ছিল ঐশীর সাথে কাজ করার। তার কথা ভেবেই একটি গান সুর করেছিলাম।  সেভাবেই মাহতাব ভাইকে বলে লিখিয়েছিলাম। সে ইচ্ছা সফলতা পেল। এ ছাড়া আল আমিন দারুণ কম্পোজিশন করেছেন। আশা করার কিচ্ছু নেই, গানটি সবার ভালো লাগবে, এটা মাস্ট।''


মন্তব্য