kalerkantho


দেবীর বিসর্জনে 'হারানো দিনের কথা'

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ০৯:৪০দেবীর বিসর্জনে 'হারানো দিনের কথা'

শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজনে বিজয়া দশমীর দিন রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটক 'হারানো দিনের কথা'। দীপান্বিতা ইতির চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস।

অভিনেতা সজলের বিপরীতে দীর্ঘদিন পরে অভিনয় করলেন প্রবাসী অভিনেত্রী মিলা। এ ছাড়াও অভিনয় করেছেন লায়লা হাসান, শরীফ খান, আঁখি আফরোজ, নীলা ইস্রাফীল ও এশা আল জামি রাহী।
 
পরিবার ও সমাজের চাপে বড় অসময়ে একে অপরের কাছ থেকে দূরে সরে যায় সজল ও মিলা। ভালো ছাত্র এবং দেশ নিয়ে বড় বড় স্বপ্ন দেখা বেকার ছেলে সজলকে মিলার বাবা মেনে নেয় না। বিদেশে স্থায়ী পাত্রের সঙ্গে বিয়ে দেয় মিলার। এদিকে স্বপ্ন আর বাস্তবতার জাঁতাকলে অন্য মানুষ হয়ে যায় সজল। বহুদিন পর মিলার দেশে ফেরা উপলক্ষে বন্ধুর বাড়িতে দেখা হয় পুরনো এই প্রেমিক জুটির।

হারানো দিনগুলো চোখে ভাসে তাদের, অনুরাগী দৃষ্টি বিনিময়ে বাধা হতে পারে না সজলের স্ত্রী কিংবা মিলার স্বামী। কিন্তু বিদায়ের পরে প্রকাশিত হয় অন্য এক সত্য। প্রেম কি তবে জয়ের খেলা? নাকি নিজে হেরে গিয়ে ভালোবাসার মানুষকে জয়ী হতে দেখাই সত্যিকারের জয়?


মন্তব্য