kalerkantho


এক যুগ পূর্ণ হলো স্টার সিনেপ্লেক্স এর

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ১৯:৫২এক যুগ পূর্ণ হলো স্টার সিনেপ্লেক্স এর

দেশের প্রথম এই মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স এর এক যুগ পূর্ণ হলো। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুগপূর্তি উদযাপন হচ্ছে। 
উল্লেখ্য, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে ২০০৪ সালের এই দিনে (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।
হলিউডের নতুন ছবিগুলো যখন মুক্তির পর বিভিন্ন দেশে পুরনো হয়ে যেত তখন বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পেত। স্টার সিনেপ্লেক্স দর্শকদের সেই আক্ষেপের অবসান ঘটিয়েছে। এখন আন্তর্জাতিক মুক্তির দিনেই তারা দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছে হলিউডের সাড়া জাগানো সব ছবি।
বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট ছয়টি হল রয়েছে এখানে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সায়মন-এ একটি হল চালু হয়েছে। আগামীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরো কিছু হল চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।


মন্তব্য