kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের সালমান খানের

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ১৯:৩৯



টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের সালমান খানের

মুম্বাইয়ের একটি বেসরকারি টিভি চ্যানেলের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা দায়ের করলেন বলিউডের সুপারস্টার সালমান খান। সম্প্রতি মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেছেন নায়ক। অভিযোগ, ১৯৯৮ সালে সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে এই মামলা করা হয়, তার উপর স্টিং অপারেশন চালিয়ে ছিলেন এই বেসরকারি টিভি। যা রীতিমতো অসম্মানজনক বলে দাবি করেছেন সলমন। তাই ওই টিভি চ্যানেলের উপর ১০০ কোটির মানহানি মামলা দায়ের করেছেন ভাইজান।
সূত্রের খবর, মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সলমন আবেদন করেছেন ওই চ্যানেল যেন স্টিং অপারেশনের ভিডিও জনসমক্ষে না আনেন। কারণ ওই ভিডিওতে এমন কিছু আপত্তিকর আছে না সলমনের জন্য সম্মানজনক নয়।
কালো হরিণ শিকার সংক্রান্ত মামলায় অভিযুক্ত সলমন খান। ১৯৯৮ সালে যোধপুরের কানকানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ শুটিং চলাকালীন সালমান খানের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। ভারতীয় আইনের বন্য জন্তু সংরক্ষণ আইন অনুযায়ী কৃষ্ণসার হত্যা একটি দণ্ডনীয় অপরাধ। দীর্ঘ ১৫ বছর ধরে আদালতের এই মামলা চলছে সুলতান সালমান খান। ১৮ ই নভেম্বর এই মামলার আগামী শুনানি হতে চলেছে।


মন্তব্য