kalerkantho


ব্রিটনির প্রথম প্রেম ব্র্যাড পিটের প্রতি

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ১৯:২৪ব্রিটনির প্রথম প্রেম ব্র্যাড পিটের প্রতি

পপস্টার ব্রিটনি স্পিয়ার্স জানিয়েছেন প্রথম যে সেলিব্রিটির প্রেমে তিনি পড়েছিলেন, তিনি আর কেউ নন, হলিউড তারকা ব্র্যাড পিট৷ সম্প্রতি সেই ব্র্যাড পিট আলাদা হয়ে গিয়েছেন তাঁর দীর্ঘ দিনের সঙ্গীনি অ্যাঞ্জেলিনা জোলির থেকে৷ অস্ট্রেলিয়ার টেলিভিশনে 'টু ডে শো'-তে ব্রিটনি জানিয়েছেন, 'আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ ব্র্যাড পিট এখন সিঙ্গল৷' ব্রিটনির দুই সন্তান শন (১১) এবং জেডেন (১০)৷ এদের পিতা ব্রিটনির প্রাক্তন সঙ্গী কেভিন ফেডারলাইন৷

২০০৫ সালে ব্রিটনি এবং কেভিন একটি আমেরিকান রিয়েলিটি টিভি সিরিজে অংশ গ্রহণ করেছিলেন৷ ৫ এপিসোডের এই সিরিজ দেখানো হয়েছিল ১৭ মে থেকে ১৪ জুন, ইউপিএন চ্যানেলে৷ শোয়ের নাম ছিল 'ব্রিটনি অ্যান্ড কেভিন: কেওটিক'৷ এই সিরিজের বিষয় ছিল এই দুই সেলিব্রিটি দম্পতির প্রেমের শুরু, এনগেজমেন্ট এবং বিয়ে৷ অনেকেই মনে করেন এই সিরিজ ব্রিটনির কেরিয়ারের পক্ষে খুবই খারাপ হয়েছিল, কারণ তাঁর এই নার্সিসিস্টিক আচরণ অনেকেই ভালো চোখে দেখেননি৷ সেই সময়ই ব্র্যাড পিট ছেড়ে আসছেন তাঁর প্রথম স্ত্রী জেনিফার অ্যানিস্টন-কে৷ সেই সময়ই সেই সিরিজের ব্রিটনি স্পিয়ার্স বলেছিলেন, 'শেষ পর্যন্ত জেনিফার অ্যানিস্টন আর ব্র্যাড পিটের ছাড়াছাড়ি হয়ে গেল৷ আমার মনে হচ্ছে ব্র্যাড বোধ হয় এখন কেবল আমার কথাই ভাবছে৷ কিন্ত্ত আসলে তা মোটেই নয়৷ ও আমার দিকে ফিরেও তাকাবে না৷ তাতে আমার অবশ্য কিছুই যায় আসে না৷ ব্র্যাডেরও যায় আসে না৷ তবু আমরা দু'জনে দু'জনকে নিয়ে স্বপ্ন দেখতেই পারি৷'

ব্রিটনি স্পিয়ার্সের নজরে কেবল যে ব্র্যাড পিট ছিলেন তা নয়৷ তিনি সম্প্রতি এটাও জানিয়েছেন, জাস্টিন বিবারের প্রতি তাঁর একটা নরম মনোভাব রয়েছে৷ ২০১৫ সালের জুন মাসে এক অনুষ্ঠানে ব্রিটনি বলেই ফেলেছিলেন, 'জাস্টিন বিবার, ম্যারি মি৷' পরে অবশ্য বয়ান পাল্টে বলেছিলেন, 'আমি ২২ বছর বয়সী জাস্টিনকে কেবল চুমু খেতে চাই৷'


মন্তব্য