kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


একাধিক নায়কের সাথে ঘনিষ্ঠ দৃশ্যে নায়িকার ‘না’

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ২১:৪৭একাধিক নায়কের সাথে ঘনিষ্ঠ দৃশ্যে নায়িকার ‘না’

ফিল্মী জগতের পরিচিত মুখ তিনি। ছোট পর্দা থেকে ভিডিও অ্যালবাম সবেতেই অসংখ্য কাজ করেছেন।

তবে এবার একটি ইরোটিক থ্রিলারের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রী সানা খানের। তবে এই সিনেমার শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছেন পরিচালক!

সেই ইরোটিক থ্রিলারের নাম ‘ওয়াজা তুম হো’। মুভিটিতে অত্যন্ত সাহসী একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। এটা এমন এক চরিত্র যার সঙ্গে একাধিক পুরুষের শারীরিক সম্পর্ক আছে। মুম্বাইয়ে সাহসী অভিনেত্রী বলেই পরিচিত সানা। কিন্তু, সে ধ্যান-ধারণা এবার দূর করতে হচ্ছে।

কারণ, সানা তার আপকামিং সিনেমায় একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নাকি অস্বীকার করেছেন। এমনকী এই নিয়ে নাকি সংকোচ আর মানসিক হতাশাতেও ভুগছেন তিনি। তাই ছবির পরিচালককে অনুরোধ করেছেন যদি, একজন নায়কের সঙ্গে তার ঘনিষ্ট দৃশ্য শ্যুট করা যায়।

যদিও সমালোচকরা বলছেন অন্য কথ। তাদের মতে, এই ছবির জন্য সানাকে শরীর দেখানো জামা-কাপড় পরতে হচ্ছে। কিন্তু সানার শরীরিক গঠন নাকি খুবই সাধারণ। নায়িকাদের মতো চিত্তাকর্ষক নয়। তাই নাকি, একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করতে আপত্তি জানাচ্ছেন।  


মন্তব্য