kalerkantho


বুড়ো বয়সে কনে সাজলেন সাবিত্রী চট্টোপাধ্যায়!

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ১৫:২৩বুড়ো বয়সে কনে সাজলেন সাবিত্রী চট্টোপাধ্যায়!

সাবিত্রী চট্টোপাধ্যায়। নামটিই যাকে বিখ্যাত করে রেখেছে। সেই সোনালি সাদা-কালো যুগের বিখ্যাত নায়িকাদের অন্যতম। তিনি কিনা এই বুড়ো বয়সে কনে সাজলেন! অবশ্যই তা রিয়েল লাইফে নয়। সম্প্রতি একটি মজার সিনেমায় এভাবেই ফ্রেমবন্দি হয়েছেন সাবিত্রী।

অনিন্দ্য ঘোষের আপকামিং ছবি 'ঠাম্মার বয়ফ্রেন্ড' এ নন্দিনী চরিত্রে অভিনয় করেছেন তিনি। দাভিমঙ্গলপুরের জমিদার বাড়ির এই প্রবীণা সদস্যার ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়ে ভরা সংসার। আছে সম্পত্তির ভয়ও। হঠাৎ এক বয়ফ্রেন্ড জুটে যায়। সেই বয়ফ্রেন্ডকেই বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনি!

এই ধরনের চরিত্রে অভিনয়ের বিষয়ে সাবিত্রী বলেন, "ইদানীংকালে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। খুব মজার চরিত্র। ছবিতে আমার ছেলেমেয়েরা কলকাতায় থাকে। নাতি নাতনিরাও আছে। মফস্বলে বিরাট সম্পত্তি নিয়ে থাকি। কিন্তু তারা এতই ব্যস্ত যে এখন আর কেউ মায়ের খোঁজ নেয় না। হঠাৎ আমার এক বয়ফ্রেন্ড হয়। আর তাকে বিয়ে করব শুনে সকলে অবাক। আসলে সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়টাই বেশি।"

কিন্তু এই বয়ফ্রেন্ড ও কিন্তু দর্শকদের জন্য চমক।
তার জন্য দেখে নিন ছবির ট্রেলারটি :


মন্তব্য