kalerkantho


‘‌লোগান’-‌এর প্রথম পোস্টার‌ প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ২৩:৪৭‘‌লোগান’-‌এর প্রথম পোস্টার‌ প্রকাশ

ফের একবার পর্দায় ‘‌উলভেরিন’। ‘‌এক্স মেন’ সিরিজের এই অবতারটি নিয়ে এর আগেও দু’‌টি সিনেমা তৈরি হয়েছিল। প্রথম দু’‌টির মতো তৃতীয় সিনেমা ‘‌লোগান’-এর‌ মূল চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান।‌ পরিচালক জেমস ম্যানগোল্ড। বুধবার সিনেমাটির নাম ও প্রথম পোস্টারটি টুইট করেন জ্যাকম্যান। যেখানে দেখা যাচ্ছে উলভেরিনের হাত ধরে রয়েছে একটি খুদে। এই প্রথম অবতারটির নাম দিয়েই সিনেমার নাম রাখা হয়েছে। এর আগে ২০০৯ ও ২০১৩ সালে ‘‌উলভারিন’ সিরিজের‌ সিনেমা দু’‌টি মুক্তি পেয়েছিল।‌ নাম ছিল ‘‌এক্স মেন অরিজিনস্:‌ দ্য উলভারিন’‌ ও ‘‌দ্য উলভারিন’। তবে ‘‌এক্স মেন’‌ সিরিজের নয়, সিনেমা দু’‌টি উলভারিনের জীবনের ঘটনা নিয়েই তৈরি হয়েছিল। এখন দেখার ‘‌লোগান’ সিনেমাটিতে উলভারিনের জীবনের কোন গল্পটি সামনে আসে।‌‌

সূত্র: ‌আজকাল


মন্তব্য