kalerkantho


পিঙ্ক’এর পর বাড়ছে প্রত্যাশার চাপ, ভয় পাচ্ছেন তাপসী

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১৯:৪১পিঙ্ক’এর পর বাড়ছে প্রত্যাশার চাপ, ভয় পাচ্ছেন তাপসী

বেবি’তে ২০ মিনিট মুখ দেখানোর পরেই ভাল ছবির প্রস্তাব পেতে শুরু করেছিলেন তিনি! তবে ‘পিঙ্ক’এর সাফল্যের গনগনে আঁচটা এবার ভালোমতো টের পাচ্ছেন তাপসী পন্নু!

ভয় হচ্ছে, দর্শক-সমালোচকের প্রত্যাশা পূরণে কোনওভাবে ব্যর্থ হবেন না তো? এবার থেকে ছবি বাছাইয়ের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে পা ফেলতে হবে, বক্তব্য তাপসীর।  কেরিয়ারে ‘পিঙ্ক’এর মতো ছবি একটা মাইলফলক। এ রকম সুযোগ বার বার আসবে না, এই সত্যিটা মেনে নিয়েই এগোতে হবে। যতটা পারি ভার্সেটাইল হওয়ার চেষ্টা করব। যে প্রত্যাশা তৈরি হয়েছে আমাকে নিয়ে, ভয় হচ্ছে সেটা পূরণ করতে পারব কি না, বক্তব্য তাপসীর। এবেলা


মন্তব্য