kalerkantho


মেয়ের উদ্দেশ্যে ফারহানের খোলাচিঠি

'নিজের শরীরের ওপর অধিকার একমাত্র নিজেরই'

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১৯:২৯'নিজের শরীরের ওপর অধিকার একমাত্র নিজেরই'

নিজের শরীরের ওপর অধিকার একমাত্র নিজেরই— মেয়ে শাক্যকে এ কথাই লিখে বোঝালেন ফারহান আখতার। ‘লেট্‌স টক অ্যাবাউট রেপ’ শীর্ষক এক ক্যাম্পেইনে মেয়েকে খোলা চিঠি লিখেছেন অভিনেতা। ফারহান এবং অধুনার বড় মেয়ে শাক্য এখন ১৬ বছরের। বড় হয়ে ওঠার এই সময়ে যৌনতা সম্পর্কে সচেতন করতেই মেয়েকে চিঠি লিখেছেন ফারহান। নিজের মেয়েই নয়, শাক্যর মতো সব মেয়ের উদ্দেশেই এই চিঠি লিখেছেন ফারহান।


মন্তব্য