kalerkantho


বয়ফ্রেন্ড আনন্দের সঙ্গে লন্ডনে সোনম!‌

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ২১:৪০বয়ফ্রেন্ড আনন্দের সঙ্গে লন্ডনে সোনম!‌

ছুটি কাটাতে লন্ডন গেছেন সোনম কাপুর। সঙ্গে নাকি রয়েছেন বয়ফ্রেন্ড আনন্দ আহুজাও। লন্ডনে আনন্দের একটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটেই থাকছেন দুজন। সোনমের সঙ্গে তাঁর কয়েক জন বন্ধুও রয়েছেন। এখন সোনমকে প্রায়ই আনন্দের হাত ধরে লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। দুজনে ইউরোপের বিভিন্ন দেশেও ঘুরতে যাবেন। এমনিতে সোশাল সাইটে বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত জানান সোনম। তবে আনন্দকে নিয়ে কোনওদিন মুখ খোলেননি। স্বীকার করেননি সম্পর্কের কথা। আনন্দ আহুজাও এই নিয়ে কথা বলেননি। - সূত্র : আজকাল


মন্তব্য