kalerkantho


কিম কার্দাশিয়ানের ঘটনাটি পুরোপুরি সঠিক নয়!

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৮:৩৭কিম কার্দাশিয়ানের ঘটনাটি পুরোপুরি সঠিক নয়!

এমনিতেই সবসময় আলোচনায় থাকেন কিম কার্দাশিয়ান। তার উপর এবার প্যারিসে যে ঘটনা ঘটল তাতে তো বিশ্ব মিডিয়ার ফোকাস এখন তার দিকে। একটি ফ্যাশন ইভেন্টে যোগ দিতে মা এবং বোনের সঙ্গে প্যারিসে গিয়েছিলেন কিম। সেখানেই একটি হোটেলে পুলিশের ছদ্মবেশে কিমের ঘরে ঢোকে দুই ব্যক্তি। মুখোশধারী ওই দুই ব্যাক্তি অস্ত্রের মুখে তাদের মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

তবে সম্প্রতি জানা গেছে, এই তথ্যটি ভুল। না ঘটনা অসত্য তা বলা হচ্ছে না। তবে! তথ্যে রয়েছে সামান্য ভুল। তদন্তকারী পুলিশরা জানিয়েছেন, হোটেল নয়, প্যারিসে এক বিলাসবহুল আবাসনে ছিলেন কিম। সেখানেই এমন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, এই ঘটনায় তিনি এতটাই আতঙ্কিত এবং ভীত যে, ঘটনার পর থেকে মাঝে মাঝেই কেঁদে উঠছেন এই সেলিব্রেটি। একা থাকতেই নাকি ভয় পাচ্ছেন। সবসময় পরিবারের সঙ্গে থাকছেন। আর বাইরে গেলে কাছ ছাড়া করছেন না বডিগার্ডকে। তার এই আতঙ্ক এখন ভাঁজ ফেলেছে তার ঘনিষ্ঠজনের কপালে।


মন্তব্য