kalerkantho


জীবনের কঠিন সময়ে বাবা হলেন ফাওয়াদ

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৫:০২জীবনের কঠিন সময়ে বাবা হলেন ফাওয়াদ

বলিউডের উঠতি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের জীবনের এখন সংকটকাল। কাশ্মীর হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারত থেকে বিতাড়নের দাবি; ফাওয়াদের দেশত্যাগ; মিডিয়ায় বিবৃতি-সব মিলিয়ে তিনি এখন সমালোচনার কেন্দ্রে।

এই পাকিস্তানী অভিনেতা বলেছিলেন, বলিউড কারও একার নয়, তিনি ভারত ছাড়বেন না। জুলাইয়ে থেকেই অবশ্য স্ত্রী-র পাশে থাকার জন্য পাকিস্তানে বেশি থাকছেন ফাওয়াদ। বিতর্কের এই আবহের মাঝে দারুণ খবর এল ফাওয়াদের ব্যক্তিগত জীবনে। কন্যসন্তানের বাবা হলেন এই অভিনেতা। লাহোরের এক হাসপাতালে ফাওয়াদের তার স্ত্রী সাদাফ কন্যা সন্তানের জন্ম দেন। 

২০০৫ সালে ফাওয়াদ-সাদাফের বিয়ে হয়। ফাওয়াদ-সাদাফের ৬ বছর পুত্র সন্তান আছে। এবার হল কন্যা সন্তান।তিনি এখন বলিউডে কাজ করতে না পারলেও বলিউড সেলিব্রেটিরা ফাওয়াদকে অভিনন্দন জানিয়েছেন।


মন্তব্য