kalerkantho


পূজায় করণের সাথে কলকাতায় বিপাশা

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ২০:১৪পূজায় করণের সাথে কলকাতায় বিপাশা

এবারের পূজাটা কলকাতাতেই কাটাবেন বিপাশা বসু। সঙ্গে থাকবেন করণ সিং গ্রোভার। সারা বছর মুম্বইতেই থাকেন বিপাশা। কলকাতায় তেমন যাওয়া হয় না। দুর্গাপূজাও কাটে মুম্বাইতেই। কিন্তু তিনি তো কলকাতার মেয়ে। পূজার সময় ইচ্ছা করে বাড়ি যেতে। কাজের জন্যই হয়ে ওঠে না।  শেষ, বছর চারেক আগে পুজোয় গিয়েছিলেন। তারপর যাই যাই করেও যাওয়া হয়নি। কিন্তু এবার ঠিক করেছেন যাবেনই। সঙ্গে নিয়ে যাবেন করণ সিং গ্রোভারকেও। নিজে তো পূজা বাড়িতে কাটাবেনই। সেই সঙ্গে স্বামীকেও ঘোরাবেন কলকাতা শহর। রথ দেখা, কলা বেচা দুইই হবে।  

করণ অবাঙালি। কলকাতার পুজো কী, তিনি জানেন না। তাই এবার পুজোয় কলকাতায় যাওয়ার কথা শুনে উচ্ছ্বসিত তিনি। কলকাতার পুজো তো তিনি দেখবেনই। সেই সঙ্গে দেখবেন কলকাতা শহরও। শোনা গেছে, পূজার পরেও বেশ কিছুদিন পরিবারের সঙ্গে কাটাবেন বিপাশা ও করণ। তারপর ফিরবেন মুম্বাই।


মন্তব্য