kalerkantho


শাহরুখ-অক্ষয়ের রেকর্ড ভাঙলেন সুশান্ত

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১৯:৪৩শাহরুখ-অক্ষয়ের রেকর্ড ভাঙলেন সুশান্ত

ফ্যান ও হাউজফুল 3-র রেকর্ড ভাঙল এম এস ধোনি: দা আনটোল্ড স্টোরি। যা আশা করা হয়েছিল, তার চেয়ে বেশি ব্যবসা করেছে ছবিটি। প্রথম সপ্তাহের শেষে ছবিটি আয় করেছে ৬৬ কোটি টাকা। তরণ আদর্শ টুইটারে জানিয়েছেন, শুক্রবার ২১.৩০ কোটি, শনিবার ২০.৬০ কোটি ও রবিবার ২৪.১০ কোটি টাকা আয় করেছে ধোনির বায়োপিক। পিছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের ফ্যান ও অক্ষয় কুমারের হাউজ়ফুল 3-কে। এম এস ধোনি: দা আনটোল্ড স্টোরি এখন দ্বিতীয় স্থানে আছে। প্রথম স্থানে আছে সলমান খানের সুলতান।

শাহরুখ খানের ছবি ফ্যান মুক্তির সপ্তাহে আয় করেছিল ৫২.৩৫ কোটি টাকা। অক্ষয় কুমারের হাউজ়ফুল 3 আয় করেছিল ৫৩.৩১ কোটি টাকা। ধোনি সেখানে ৬৬ কোটি টাকা আয় করেছে। কিন্তু সলমান খানের সুলতানের রেকর্ডকে ছুঁতে পারেনি। মুক্তির সপ্তাহে সুলতান আয় করেছিল ১৮০.৩৬ কোটি টাকা।

এম এস ধোনি: দা আনটোল্ড স্টোরিতে মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ৩০ সেপ্টেম্বর রিলিজ় করেছে ছবিটি।


মন্তব্য