kalerkantho


বাংলাদেশে মুক্তি পাচ্ছে ওম-শুভশ্রীর 'প্রেম কি বুঝিনি!'

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১৯:৩১বাংলাদেশে মুক্তি পাচ্ছে ওম-শুভশ্রীর 'প্রেম কি বুঝিনি!'

ছবি-আসিফ আলম বাবু

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘প্রেম কি বুঝিনি’ মুক্তি পেতে যাচ্ছে। এমনটাই জানালো জাজ মাল্টিমিডিয়া করতৃপক্ষ।  যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ ওঠায় সম্প্রতি ‘প্রেম কি বুঝিনি’র সেন্সর প্রদর্শ্ন স্থগিত করা হয়। এরপরেই  তদন্তের নির্দেশ দিয়েছিল তথ্য মন্ত্রণালয়।  ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম ও নায়িকা শুভশ্রী।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় ‘প্রেম কি বুঝিনি’র সেন্সর প্রদর্শন অনুষ্ঠিত হয়। এর আগে সিনেমাটি নীতিমালা ভঙ্গ করেছে কিনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দেয় মন্ত্রণালয়। পরিবর্তীতে মন্ত্রনালয় থেকে অনুমতি পেলে তা সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়।

এই বিষয়ে জাজ জানায়, তদন্ত শেষে মঙ্গলবার ‘প্রেম কি বুঝিনি’ সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। এর ফলে ছবির মুক্তিতে আর কোনও বাধা থাকলো না।’

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর সারা দেশে মুক্তি দেয়া হবে।


মন্তব্য