kalerkantho


প্রয়াত সাংবাদিক আওলাদকে নিয়ে যা বললেন মিশা সওদাগার

কালের কণ্ঠ অনলাইন   

৩ অক্টোবর, ২০১৬ ১৯:৩৭প্রয়াত সাংবাদিক আওলাদকে নিয়ে যা বললেন মিশা সওদাগার

গত বছরের ২ অক্টোবর সিনিয়র বিনোদন সাংবাদিক আওলাদ হোসেন মারা যান। সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ভোলেন নি। ভোলেন নি একজন উদার আওলাদ হোসেনের কথা।  অভিনয় শিল্পী থেকে এফডিসির প্রতিটি মানুষের কাছে নিকটজন হিসেবে পরিচিত ছিলেন আওলাদ হোসেন। শ্রদ্ধার সাথে এই প্রিয় মানুষটিকে স্মরণ করেছেন।  এসবের বাইরে গিয়ে বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা এই প্রয়াত সাংবাদিককে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিন্ন কিছু কথা লিখেছেন।  তাঁর ফেসবুক স্টেটাস হুবহু পাঠকদের তুলে ধরা হলো-

'সবার আওলাদ কে নিয়ে বলা বোধয় শেষ ।আমার বন্ধুর রুহ এর মাগফেরাত কামনা করে একটি তথ্য শেয়ার করতে চাই , জানতে চাই , গত বছর পরিচালক সমিতির আওলাদ এর স্মরণ সভায় বলেছিলাম , বিনীত অনুরধ করেছিলাম স্বচ্ছল যারা তাদের কাছে, আওলাদ এর রেখে যাওয়া স্মৃতি, ওর পরিবারটির পাশে দাঁড়ানোর ।
বিষয় টি যাতে গতি পায় সেই জন্য , আমি শ্রদ্ধেয় বড় ভাই ও মহাসচিব , পরিচালক সমিতি মুশফিকুর রহমান গুলজার এর মাধ্যমে প্রথম একটি অর্থবহ ভুমিকা রেখেছিলাম। থেমে গেল না ওখানেই থামল প্রক্রিয়া টি?'


মন্তব্য