kalerkantho


জেমসের সেই পাগল ভক্তের কাণ্ড!

কালের কণ্ঠ অনলাইন   

৩ অক্টোবর, ২০১৬ ১৩:২০জেমসের সেই পাগল ভক্তের কাণ্ড!

কিশোরগঞ্জের প্রিন্স মোহাম্মদ। নগর বাউল জেমসের বিরাট ভক্ত। জেমসের ভক্তের অভাব না থাকলেও প্রিন্স মোহাম্মদ তাদের মধ্যে স্পেশাল। কারণ তার ভক্তি অনেক সময় পাগলামির পর্যায়েও চলে যায়। প্রিয় শিল্পীর প্রতি ভালোবাসা থেকে তিনি এ সব করে থাকেন। যেমনটা করলেন এবার জেমসের জন্মদিনে।

গেল জন্মদিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় জেমসের উদ্দেশে শুভেচ্ছাবার্তা যুক্ত বিলবোর্ড লাগিয়ে সবার হইচই ফেলে দিয়েছিলেন প্রিন্স। তবে এবারের পাগলামি যেন ছাড়িয়ে গেল সবকিছু। গতকাল ২ অক্টোবর জেমসের জন্মদিন উপলক্ষে ১২ ফুট দৈর্ঘ্য-প্রস্থের বিশাল এক কেক বানিয়েছেন প্রিন্স। তারপর সেটিকে পিকআপ ভ্যানে চাপিয়ে শুরু করেন রাজধানী প্রদক্ষিণ। কেক এবং পিকআপের গায়ে লেখা আছে 'শুভ জন্মদিন গুরু জেমস'। 'বেঁচে থাকুন অন্তত এক কোটি বছর'।

ভক্তের এমন ভালোবাসায় স্বভাবতই আপ্লুত এশিয়ার সেরা রকস্টার জেমস। এমন করে আর ক'জনই ভালোবাসতে জানে। জেমস প্রতিবছরই এই বিশেষ দিনটি নীরবেই পালন করেন। ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। যেমনটা গতকালও করেছেন বলে জানা গেছে।


মন্তব্য