kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


তাপসীর চোখে পানি!‌‌

কালের কণ্ঠ অনলাইন   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০৩তাপসীর চোখে পানি!‌‌

অমিতাভ বচ্চনের সওয়ালে কেঁদে ফেলেছিলেন তাপসী পান্নু। ‘‌পিঙ্ক’‌ সিনেমার সেই কান্নায় চোখ ভিজিয়েছেন অনেকেই।

তবে রিলিজের পর সিনেমার সাফল্যে এখন শুধুই চওড়া হাসি তাপসীর মুখে। তবুও তার মধ্যেও আবার কেঁদে উঠলেন তিনি। কেন?‌ আসলে প্রগতিশীল নারীকে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে নিয়ত। তাপসী এমনই এক চরিত্রে অভিনয় করেছেন যার সঙ্গে একাত্ম হয়ে পড়েছে অনেক নারীই। এমনই এক ভক্ত সৃষ্টি মিত্র তাপসীকে টুইট করেছেন। তাতে লেখা, ‘‌আপনি অনেকের জীবনে বদল এনেছেন। অনেকের চিন্তার পরিবর্তন এনেছেন। ’‌ তাপসী-‌মুগ্ধতা যেন কিছুতেই কাটছে সৃষ্টির। আরও লিখেছেন, ‘‌আপনি নারীদের আরও শক্তিশালী করেছেন। তাঁদের নিজেদের নিয়ে ভাবতে বাধ্য করেছেন। সমাজের মন্দ জিনিসগুলো নিয়ে লড়তে প্রেরণা জুগিয়েছেন। ’‌ পিঙ্ক দেখে তাঁর উপলব্ধি— মুক্তি ও স্বাধীনতার বার্তা রয়েছে। সমাজের মূল্যবোধ এবং ঐতিহ্যই শেষ কথা নয়। চিঠি পড়ে তাপসীর চোখে পানি। পাল্টা টুইটে তাপসী লিখেছেন, ‘এই মন্তব্য ‌আমার চোখ ভিজিয়ে দিয়েছে। তাই তো আমরা বলছি পিঙ্ক এখন একটা আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা সকলে এই আন্দোলনের অংশীদার হই। ’‌

সূত্র: ‌আজকাল ‌


মন্তব্য