kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টি এড়াতে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ২২:৫৬প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টি এড়াতে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা

প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টিতে থাকবেন না বলে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করলেন ক্যাটরিনা কাইফ। জন্মদিনটা কাজের মধ্যেই কাটিয়েছিলেন রণবীর কাপুর।

‘জগ্গা জাসুস’এর শ্যুটে ব্যস্ত ছিলেন দিনভর। সব শেষে সেট’এই মাতেন পার্টিতে। আর ঠিক সেই কারণেই সেট ছেড়ে বেরনোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্যাটরিনা। রণবীরের আগেই নিজের কাজকর্ম গুটিয়ে ফেলে বেরিয়ে গিয়েছিলেন। সকলেই অবশ্য চেয়েছিলেন, তিনি অপেক্ষা করুন। কিন্তু ক্যাটরিনা বোধহয় কোনো অস্বস্তিকর পরিস্থিতি চাননি বলেই থাকেননি। যাওয়ার আগে রণবীরকে শুভেচ্ছা জানিয়ে গিয়েছিলেন অবশ্য!

সূত্র: এবেলা


মন্তব্য