kalerkantho


ফাওয়াদ খানকে নিয়ে নতুন বিতর্ক

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৮:৫৫ফাওয়াদ খানকে নিয়ে নতুন বিতর্ক

হুমকির ভয়ে বলিউডের পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ভারত ত্যাগের খবর সবারই জানা। বলা হচ্ছে ফাওয়াদ না কি হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়েন। কিন্তু এখন জানা গেল তিনি ভারত থেকে নিজ দেশ পাকিস্তানে গিয়েছিলেন গত জুলাই মাসেই!

সম্প্রতি এই খবরটি ফাঁস করেছেন ফাওয়াদের এক ঘনিষ্ঠ বন্ধু! তার দাবি, ভারতের কাজ শেষ করে ফাওয়াদ একটি পাকিস্তানি ছবি সই করেন। সেই ছবির কাজের জন্যই তিনি জুলাই মাসে নিজের দেশে চলে যান। বন্ধুটির দাবি, ভিসা দফতরের কাছে খবর নিলেই এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হবে!

কিন্তু এতকিছু খোলসা করে বলার পরেও ফাওয়াদকে নিয়ে বিতর্ক থামছে না! সম্প্রতি আরও জানা গেছে, পাকিস্তানে ফিরে নাকি দেশভক্তি বেড়েছে ফাওয়াদের। সেখানে এক সংবাদ সম্মেলন তিনি বলেছেন, তার কাছে আগে নিজের দেশ, তার পরে অন্য সব প্রাধান্য পায়!

ভারতে ফাওয়াদের সেই ঘনিষ্ঠ বন্ধু যদিও খবরটির সত্যতা নিয়ে কিছু বলতে পারেননি! বরং এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সামান্য হলেও দ্বিধার মুখে পড়েছিলেন তিনি। অবশেষে সব দ্বিধা ঝেড়ে ফেলে বলেন, তার মনে হয় না ফাওয়াদ এরকম কিছু বলতে পারেন!


মন্তব্য