kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা?

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৭:২৬নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা?

বলিউডের এক নম্বর অভিনেত্রী তিনি। যাত হাত দেন তাতেই সোনা ফলে।

নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন বলিউড থেকে শুরু করে হলিউড পর্যন্ত। জানা গেছে, এবার নাকি একজন নতুন নায়কের সঙ্গে কাজ করতে দেখা যাবে দীপিকাকে।

পরিচালক শ্রীরামের পরবর্তী ছবিতে দিপীকার বিপরীতে অভিনয় করবেন নবাগত হর্ষবর্ধন। সূত্রের খবর, পরিচালক একেবারেই অন্য ধাঁচে নির্মাণ করতে চলেছেন ছবিটি। ‘এক হাসিনা থি’ ছবিটিকে কেন্দ্র করেই বানানো হবে শ্রীরাম পরিচালিত পরবর্তী ফিমেল রিভেঞ্জ ড্রামা।

সম্প্রতি নিজের ট্যুইটারে হর্ষবর্ধনের একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন দীপিকা। সেখানে বেশ প্রশংসা করে একটি ক্যাপশনও লিখেছেন তিনি। আর এটা দেখেই বেশ বোঝাই যাচ্ছে নায়িকার পরবর্তী কাজের সঙ্গী হতে চলেছেন এই নিউকামার। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি কেউই।


মন্তব্য