kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


রিলিজ হলো 'বাহুবলী ২' এর অফিসিয়াল লোগো

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৫:২৩রিলিজ হলো 'বাহুবলী ২' এর অফিসিয়াল লোগো

দক্ষিণী ছবি 'বাহুবলী'র দুর্দান্ত সাফল্যের পর দর্শকদের চাহিদায় নির্মিত হচ্ছে 'বাহুবলী ২'। 'বাহুবলী' দেখে সিনেমা হল থেকে বেরোনোর সময় অনেকেই চুলচেরা বিশ্লেষণ করতে বসেছিলেন কেন খুন করল কাটাপ্পা? সেই কারণ এবার জানতে পারবেন দর্শকরা।

সম্প্রতি মুক্তি পেল 'বাহুবলী দ্য কনক্লুশন' এর অফিসিয়াল লোগো। পরিচালক এস এস রাজামৌলি নিজেই টুইট করেছেন লোগোটি। লোগোতে লেখা রয়েছে দর্শকদের বহু প্রতিক্ষিত সেই প্রশ্ন ''Why Kattapa Killed Baahubali''।

পাশাপাশি রাজামৌলি ঠিক করেছেন, যেটুকু শুটিং হয়েছে, তার কিছু দৃশ্যজুড়ে প্রভাসের জন্মদিন, মানে ২২ অক্টোবরে ছবির প্রথম টিজার ইন্টারনেটে ছাড়বেন। এটাই হবে তার পক্ষ থেকে বাহুবলীর জন্মদিনের উপহার। পরিচালক জানিয়েছেন টিজারটি আমাজন প্রাইমে লঞ্চ করা হবে। এখনও শ্যুটিং সহ ছবির দুটো গানের কাজও বাকি রয়েছে। পরিচালকের কথায় আর কিছুমাসের মধ্যেই শেষ হয়ে যাবে ছবির কাজ।

২০১৫ সালে 'বাহুবলী'র ফার্স্ট পার্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে আকাশছোঁয়া সাফল্য পায়। বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। ছবিটির ৪৫ কোটি টাকার থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়ে গিয়েছে। তাই ফাইনাল পার্ট মুক্তির আগেই শোরগোল পড়ে গেছে তা নিয়েও। কাজেই পার্ট টু টিও যে বক্স অফিসে তুমুল সাফল্য পেতে চলেছে তা বলাই বাহুল্য। ২০১৭র ২৮ এপ্রিলে মুক্তি পাবে বাহুবলী ২।


মন্তব্য