kalerkantho


প্রিয়াঙ্কার জন্য কাজ হারাচ্ছেন ঐশ্বরিয়া!

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৩:২৫প্রিয়াঙ্কার জন্য কাজ হারাচ্ছেন ঐশ্বরিয়া!

কান চলচ্চিত্র উৎসবের পর থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল বি-টাউনে। দীর্ঘদিনের আন্তর্জাতিক কমার্শিয়াল এবার নাকি হাত ছাড়া হতে চলেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। আর ঐশ্বরিয়ার কাজ হারানোর পেছনে নাকি রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিষয়টা ঠিক কী? ঐশ্বরিয়া বিগত বেশ কয়েক বছর ধরে একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। শুধু ভারতেই নয়, বিদেশেও ওই সংস্থার প্রচারের প্রধান মুখ তিনিই। সম্প্রতি বি-টাউনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা ঐশ্বরিয়ার সঙ্গে তাদের চুক্তি আর বাড়াতে চাইছে না। তারা নাকি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঐশ্বরিয়ার বদলে প্রিয়াঙ্কা চোপড়াকেই পেতে চাইছে। 

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ইদানীং হলিউডে ভারতীয় অভিনেতা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা তুঙ্গে। তুলনায় ঐশ্বরিয়ার বাজার ও জনপ্রিয়তা এখন অনেকটাই কম।

খবরটা যদি সত্যি হয় তাহলে তা নিঃসন্দেহে বড় অফার প্রিয়াঙ্কার জন্য। একই সঙ্গে বেশ খারাপ খবর ঐশ্বরিয়ার জন্য। তবে যতদিন না ঐশ্বরিয়ার সঙ্গে ওই সংস্থার চুক্তি শেষ হচ্ছে বা নতুন চুক্তিতে প্রিয়াঙ্কা সই করছেন ততদিন এই খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কি!
সূত্র : আনন্দবাজার


মন্তব্য