kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


জন্মদিনে শুনে নিন শানের সেরা ১০ গান

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৬জন্মদিনে শুনে নিন শানের সেরা ১০ গান

আজ ৩০ সেপ্টেম্বর, শুক্রবার। জন্মদিন গায়ক শানের। ভালো নাম অবশ্য শান্তনু মুখোপাধ্যায়। তবে তিনি বলিউডে পরিচিত শুধু শান হিসেবেই।  

১৯৭২ সালের আজকের দিনেই জন্ম হয় শানের। কুমার শানু পরবর্তী যুগে যখন বলিউডের প্লে ব্যাক সিঙ্গারদের মধ্যে সোনু নিগমেই মেতেছে দেশ, সেই সময় উত্তরণ শানের। আর দেখতে দেখতে হয়ে ওঠা এক দশকের রাজা।  

ওই এক দশকে শাহরুখ খান থেকে আমির খান, সইফ আলি খান থেকে রণবীর কাপুর, বলিউডের সব স্টারদের সব থেকে হিট ফিল্মের হিট গানগুলো গেয়েছেন শান। যেমন বাংলাতে, তেমনই হিন্দিতে। গেয়েছেন রবীন্দ্র সঙ্গীতও। নিজের লেখা, নিজের সুর আবার নিজের গলা। তারপরও সেই গানের অ্যালবামে অভিনয়ও করেছেন তিনি।  

এমন প্রতিভাবান গায়ক সত্যিই কম এসেছে বাংলা তথা দেশে। একাধিক টেলিভিশন প্রোগ্রামে হোস্ট হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁকে নিয়ে বলার কী আর শেষ আছে! আজ তাই আর বেশি কথা নয়। শান মানেই তো ভালো ভালো গানের মালা গাঁথা। আজ মহালয়ার দিনে সময় সুযোগ মতো শুনে নিন শানের সেরা ১০ গান। অবশ্যই অন্যতম সেরা।  

শানের সেরা ১০ গানগুলো:-
১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)


মন্তব্য