kalerkantho


১৭ বছরের পুরানো ছবি ভাইরাল!

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৩১৭ বছরের পুরানো ছবি ভাইরাল!

দীপাবলিতে মুক্তি পাচ্ছে করণ জোহর পরিচালিত ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌। সিনেমার ট্রেলার থেকে শুরু করে গান সব কিছুতেই চর্চায় রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রায় বচ্চনের যুগলবন্দি। 

কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ১৭ বছর আগের তোলা দু’‌জনের একটি ছবি। ১৯৯৯ সালে ‘‌আ আব লওট চালে’‌ সিনেমার শ্যুটিংয়ের সময় তোলা হয় সেটি। 

ছবিটি তুলেছিলেন সিনেমাটির কাহিনীকার রুমি জাফরি। তিনিই রণবীর ও ঐশ্বর্যের ওই ছবিটি টুইট করেন। টুইট তিনি লেখেন,‘‌অনেক বছর আগে আমেরিকায় আমি তোমাদের এই ছবিটা তুলেছিলাম। রণবীর জানতে চেয়েছিল তোমাদের একসঙ্গে কেমন লাগছে?‌ এবার তোমরা দু’‌জনেই একসঙ্গে কাজ করছ। তোমাদের খুব সুন্দর লাগছে। আশা করি সিনেমাটি সাফল্য পাবে।’ সেই ছবিটিই এই মুহূর্তে টুইটারে ভাইরাল।‌
সূত্র-আজকাল


মন্তব্য